যশোরের নারী চাঁদপুরে গণধর্ষণ

প্রকাশঃ ২০২৩-০১-২৩ - ১৪:৪৭

যশোর অফিস : যশোরের লোন অফিসপাড়ার এক নারীকে গণধর্ষণের অভিযোগে এক ডাক্তারসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রোববার ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে মামলা করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো: গোলাম কবির অভিযোগের তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শেখ তাজ হোসেন তাজু।

আসামিরা হলো, কুমিল্লার লাঙ্গলকোটের দেবনডাল গ্রামের ডাক্তার দেবু চন্দ্র মজুমদারের ছেলে ডাক্তার রনি চন্দ্র মজুমদার, চাঁদপুর হাজিগঞ্জের নাটেহরা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে আরিফ খন্দকার ও ঢাকার পূর্ব রামপুরা জামতলী এলাকার রাজা দে।

মামলার অভিযোগে জানা গেছে, আসামি আরিফ খন্দকারের সাথে ওই নারীর ফেসবুকে পরিচয়। কথাবার্তার একপর্যায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২২ সালের ১৭ নভেম্বর আরিফ খন্দকার যশোরে এসে ওই নারীর সাথে দেখা করেন। পরের দিন বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে চাঁদপুর হাজিগঞ্জে নিয়ে যায় আরিফ। সেখানে তার নিজস্ব কোহিনুর আবাসিক হোটেলে নিয়ে ওই নারীকে একটি রুমে আটকে রাখেন। ওই দিন রাতে আসামিরা হোটেলের রুমে ঢুকে গণধর্ষণ করে। বাধা দিলে আসামিরা তাকে মারপিটসহ শরীরের বিভিন্ন জায়গায় সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এরপর তারা তাকে ভারতে পাচারের চেষ্টা করে আসামি ডাক্তার রনির মাধ্যমে। বিষয়টি বুঝতে পেরে ওই নারী কৌশলে পালিয়ে যশোরে চলে আসেন। যশোরে এসে পরিবার ও স্থানীয় গণ্যমান্যদের জানান। বিষয়টি আসামিরা জানতে পেরে গত ১৫ জানুয়ারি আসামিরা যশোরে এসে ওই নারীকে হত্যা ও গুমের হুমকি দিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।