কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে বরসা এনজিও সাধারণ মানুষের শত কোটি টাকা আত্নসাতের প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগীরা। সোমবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ভুক্তভোগীরা বলেন, আমরা সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ দিনমুজুর ও মধ্যবিত্ত পরিবারের জনগন হইতেছি বরসা পলাশপোল সাতক্ষীরা ৯৪০০ নামক একটি এনজিও যেটা ধুলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ধলবাড়িয়া গ্রামের তনপুর শাখা নামে একটি অফিস খোলে। এই অফিসের কর্মীরা গ্রামে-গ্রামে যেয়ে সাধারণ জনগনকে অফিসে টাকা রাখার জন্য উদ্বুদ্ধ করে। সে মোতাবেক প্রায় তিন হাজার গ্রাহক বিভিন্ন মেয়াদে ডিপোজিট রাখে সেক্ষেত্রে দেখা যায় প্রায় তিন হাজার গ্রাহক বিভিন্ন মেয়াদে এক শত পঁচিশ কোটি টাকা ডিপোজিড রাখে। অধিকাংশ গ্রাহকের মেয়াদ উত্তির্ণ হওয়ার পরও কর্তৃপক্ষ কোন টাকা দীর্ঘদিন ফেরত দিচ্ছে না। গত ২০২১ সালের ২০ মার্চ উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ ও কালিগঞ্জ থানার তৎকালীন অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার মধ্যস্থতায় পঁচাত্তর কোটি টাকার চেক স্বাক্ষর করে দেয়, যেটা কালিগঞ্জ থানায় জমা আছে এবং এপ্রিলের ১৭ তারিখ ৬০ লক্ষ টাকা, এপ্রিলের ৩০ তারিখ ৭০ লক্ষ টাকা এবং জুনের ৩০ তারিখের মধ্যে সকল মেয়াদ উত্তির্ণ টাকা পরিশোধ করবে মর্মে ওয়াদা করে এবং লিখিত দেয়। কিন্তু অদ্যাবধি কোন গ্রাহককে টাকা না দিয়ে গোপনে সকল সম্পদ বিক্রি করে বিদেশে পাড়ি জমানোর পায়তারা করছে। ইতিমধ্যে কয়েকজন কর্মচারী দেশ ছেড়ে পালিয়েছে। আমরা সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবন যাপন করছি।