শরণখোলায় হরিণের মাংস ও চামড়াসহ দুই শিকারী আটক

প্রকাশঃ ২০২৩-০১-২৪ - ১৩:০৩

শরণখোলা : শরণখোলায় সোমবার দুপুরে বনরক্ষীরা পানিরঘাট (শরণখোলা) গ্রমের কুখ্যাত হরিণ শিকারীর বাড়ি থেকে দুইটি হরিণের চামড়া উদ্ধার করেছে। কেউ গ্রেফতার হয়নি।

বন সুরক্ষায় নিয়োজিত সিপিজি (কমিউনিটি পেট্রোল গ্রুপ) টীম লিডার তুহিন বয়াতী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সিপিজি সদস্যদের সহায়তায় শরণখোলা ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা উপজেলার শরণখোলা (পানিরঘাট) গ্রামের কুখ্যাত হরিণ শিকারী তানজের বয়াতীর বাড়ীতে অভিযান চালায়। বনরক্ষীরা তানজের এর ঘরের চালে রোদে শুঁকাতে দেয়া দুটি হরিণের চামড়া উদ্ধার করে শরণখোলা স্টেশনে নিয়ে যায়। এসময় তানজেরসহ পরিবারের লোকজন ঘর থেকে পালিয়ে যায়। এর আগে গত রোববার সন্ধ্যায় সুন্দরবনের কচিখালী এলাকার ডিমেরচর থেকে বনরক্ষীরা ১৫/১৬ কেজি হরিণের মাংস, হরিণধরা ফাঁদ ও ট্রলারসহ দুই হরিণ শিকারীকে আটক করে। আটক শিকারীরা হচ্ছে, বরগুনার পাথরঘাটার পদ্মা গ্রামের মো: ইদ্রিস (৪০), ও চরলাঠিমারা গ্রামের মো: নিজাম (৪৫)।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার সুফল রায় বলেন, হরিণের চামড়া ও মাংস উদ্ধারের ঘটনায় পৃথক বন মামলা দায়ের করা হয়েছে এবং আটক হরিণ শিকারীদের সোমবার সকালে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।