বিজ্ঞপ্তি : শেখ কামাল স্মৃতি সংসদ ও এসবিআলী ফুটবল একাডেমির উদ্যোগে ১৬ দলীয় প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ জিতে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে এসবিআলী ফুটবল একাডেমি। সোমবার বিকেল পৌঁনে ৪টায় খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মোহাম্মদ আলী ফুটবল একাডেমি নড়াইলকে।
খেলার শুরু থেকেই পরিকল্পিত আক্রমণ করতে থাকে এসবিআলী ফুটবল একাডেমি। যার ফলে প্রথামার্ধে ৪ গোলে এগিয়ে যায় তারা। খেলার ৮ মিনিটের সময় ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় আরিফ, ১০ মিনিটের সময় ৫নং জার্সি পরিহিত খেলোয়াড় কাশেম, ১৫ মিনিটের সময় ১২নং জার্সি পরিহিত খেলোয়াড় লিটন ও ২০ মিনিটের সময় ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় রায়হান গোল ৪টি করেন। বড় ব্যবধানে পিছিয়ে থেকে বিরতীতে যায় মোহাম্মদ আলী ফুটবল একাডেমি নড়াইল। বিরতী থেকে ফিরে একটি গোল পরিশোধের আশায় মরিয়া হয়ে ওঠে মোহাম্মদ আলী ফুটবল একাডেমি। মাঝে মধ্যে ছোটখাটো আক্রমণ চালায় তারা। তবে কোন লাভ হয়নি। উল্টো দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটের সময় দলের পক্ষে শেষ এবং নিজের দ্বিতীয় গোলটি করেন ১২নং জার্সি পরিহিত খেলোয়াড় লিটন। ফলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় মোহাম্মদ আলী ফুটবল একাডেমি নড়াইলকে। খেলায় রেফারী ছিলেন পারভেজ আলম, তকদির হোসেন ও কামরুল আজম বাবু। খেলায় মনোমুগ্ধকর ধারাভাষ্য প্রধান করেন এডভোকেট প্রজেশ রায়। আগামী মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে শংকর পাশা ফুটবল ক্লাব বসুন্ধিয়া, যশোর বনাম আজিবর স্মৃতি সংসদ।