কচুয়া প্রেসক্লাবের শোক

প্রকাশঃ ২০২৩-০১-২৫ - ১৪:০৮

কচুয়া প্রতিনিধি : কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদের শাশুড়ি পারছিনা বেগম (৬০)মঙ্গলবার সকালে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন (ইন্না—-রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবালসহ পাইক সমীর বরণ, শুভংকর দাস বাচ্চু, রথীন্দ্র নাথ সাহা, তুষার কান্তি রায় রনি, সুপার্থ কুমার মন্ডল, খান সুমন, প্রদ্যুৎ কুমার মন্ডল, নকীব মিজানুর রহমান, পার্থ চক্রবর্তী, আজমির আলম খান, শহীদুল ইসলাম খোকন, রুম্মান প্রমুখ।