তালা প্রতিনিধি : প্রতিবছরের ন্যায় এবারও সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান সরস্বতী পূজার প্রতিমার হাট বসেছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এ পূজা। পূজাকে ঘিরে হাটে ভিড় জমাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিবছর মন্দির, বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে মহা ধুমধামে উদযাপিত হয় সরস্বতী পূজা। বুধবার পাটকেলঘাটা হাটে গিয়ে দেখা যায়, দেবী সরস্বতীকে অনন্য সাজে সজ্জিত করেছেন প্রতিমার কারিগরেরা। ভক্তরাও প্রতিমা দেখতে ও কিনতে ভিড় জমাচ্ছ।
প্রতিমা বিক্রেতা কেশবপুর উপজেলার ভান্ডারখোলা গ্রামের জগদীশ দাস বলেন, ‘আমরা প্রতিমা কিনে সামান্য লাভে বিক্রি করি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রতিমা বিক্রি হবে। সর্বনিম্ন ২৫০ থেকে ১৫০০ টাকার মধ্যে এই প্রতিমা বিক্রি করা হয়। প্রতিটি প্রতিমায় ৩০-৫০ টাকা লাভ থাকে। এ বছর বাজারে আমরা ৫০০ প্রতিমা নিয়ে এসেছি।’
প্রতিমা কিনতে আসা শিক্ষক কালিদাস ঘোষ বলেন, তিনি ৮০০ টাকা দিয়ে প্রতিমা কিনেছেন।
অপর দিকে প্রবীর পাল ও রাজীব সরদার বলেন, ‘প্রতিবছর বাড়িতে সরস্বতী পূজা করে থাকি। তার জন্য প্রতিমা কিনতে এসেছি। নানা রূপে দেবী সরস্বতীকে তৈরি করা হয়েছে। আমরা বাড়িতে সরস্বতী পূজার আয়োজন করছি। মা সরস্বতীর কাছে প্রার্থনা যেন সকল অনাচার দুর হয়ে সকল প্রাণিকূল সুখে শান্তিতে বসবাস করতে পারে।’
তালা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু বলেন, প্রতিবছর সরস্বতী পূজার সময় এখানে জমজমাট প্রতিমার হাট বসে। উপজেলার বাইরে থেকেও অনেকেই প্রতিমা কিনতে আসে।
তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, এবছর সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ হিন্দু সম্প্রদায়ের প্রায় সকল বাড়িতেই মা সরস্বতীর পূজা উদ্যাপন করা হবে।