তালা, সাতক্ষীরা : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধ এলাকার ঝুঁকি কমানোর পরিকল্পনা গ্রহন শীর্ষক এক কর্মশালা সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটি অব ডিজাষ্টার ম্যানেজমেন্ট এ্যান্ড ভালনারেবিলিটি ষ্টাডিজ এর আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সার্কিটহাউজে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল হান্নানের সভাপতিত্বে উক্ত কর্মলালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডিজাষ্টার ম্যানেজমেন্টের প¬ানিং ডিরেক্টর খালিঅদ মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মোঃ মহিউদ্দীন, ডিজাষ্টার ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির প্রতিনিধি মনিশংকর সরকার, আব্দুল লতিফ খান প্রমুখ।
কর্মশালায় সাতক্ষীরার বিভিন্ন উপজেলার ভুমি কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা, সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধ এলাকার ঝুঁকি কমানোর পরিকল্পনা গ্রহনের জন্য নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।