শরণখোলায় বাল্যবিয়ে নিরোধে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২৩-০১-২৬ - ১২:২২

শরণখোলা আঞ্চলিক অফিস  : শরণখোলায় বুধবার সকালে বাল্যবিয়ে প্রতিরোধে সুধীজনদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা ভয়েস অব সাউথ বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে।

শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজার পাঁচ রাস্তা মোড়ে ভয়েস অব সাউথ বাংলাদেশের মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক মো: শহীদুল ইসলাম। কর্মশালায় অতিথি ছিলেন সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোজাম্মেল হোসেন, শরণখোলা উপজেলা বিআরডিবি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম খোকন, শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: ফয়সাল আহমেদ, শরণখোলা থানা অফিসার ইনচার্জ মো: ইকরাম হোসেন, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, শরণখোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন  এনজিও সমন্বয় কমিটির সভাপতি মীর সরোয়ার হোসেন, আবু হোসেন প্রমুখ। কর্মশালায় বাল্য বিয়ে প্রতিরোধে বিদ্যমাণ আাইন বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।