অপপ্রচার করাই হচ্ছে বিএনপি’র মূল সম্পদ : শেখ হারুন

প্রকাশঃ ২০২৩-০১-২৬ - ১৬:৩১

বিজ্ঞপ্তি : জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ বলেছেন, অপপ্রচার করাই হচ্ছে বিএনপি-জামায়াতের মূল সম্পদ। তারা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়না বরং দুর্নীতি ও জঙ্গিবাদের উত্থান ঘটে। শেখ হাসিনার উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে তারা স্বপ্নের পদ্মাসেতু, মেট্রোরেল, কর্নোফুলি ঠ্যানেলসহ বড়-বড় মেগা প্রজেক্ট নিয়ে সাধারণ মানুষের মাঝে মিথ্যা অপপ্রচার করে বেড়াচ্ছে। এটাই এখন তাদের রাজনীতির মূল সম্পদ। বুধবার বিকেল তিনটায় দলীয় কার্যালয়ে জেলা কার্যনির্বাহী কমিটির সভায় (মুলতবি সভা) সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা সাধারন সম্পাদক এড. সুজিত অধিকারির পরিচালনায় এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এড. সোহরাব আলী সানা, এড. কাজী বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা এড. এম এম মুজিবর রহমান, এ এফ এম মাকসুদুর রহমান, নারায়ন চন্দ্র চন্দ এমপি, আক্তারুজ্জামান বাবু এমপি, এড. রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, বি এম এ ছালাম, মোস্তফা কামাল খোকন, এড. অধ্যা: নিমাই চন্দ্র রায়, রফিকুর রহমান রিপন, মো: সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মো: কামরুজ্জামান জামাল, এড. ফরিদ আহমেদ, সরদার আবু সালেহ, ইঞ্জি: প্রেম কুমার মন্ডল, খালেদীন রশীদী সুকর্ণ, জোবায়ের আহম্মেদ খান জবা, এমএ রিয়াজ কচি, এড. নব কুমার চক্রবর্তী, এড. মোস্তাফিজুর রহমান কালু, শ্রীমন্ত অধিকারী রাহুল, এড. তারিক হাসান মিন্টু, এড. শাহ আলম, শেখ মো: রকিকুল ইসলাম লাবু, কাজী শামীম আহসান, শেখ রাশেদুল ইসলাম রাসেল, মোজাফফর মোল্যা, বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান বাবলু, অধ্যাপক ডা: মো: শেখ শহীদ উল্লাহ্, খায়রুল আলম, সায়েদুজ্জামান সম্রাটসহ প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় ৮টি উপজেলায় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। কয়রা উপজেলা ১৫ ফেব্রুয়ারি, দাকোপ উপজেলা ১৬ ফেব্রুয়ারি, ডুমুরিয়া ১৯ ফেব্রুয়ারি, বটিয়াঘাটা ২০ ফেব্রুয়ারি, ফুলতলা ২৩ ফেব্রুয়ারি, দিঘলিয়া ২৬ ফেব্রুয়ারি, রুপসা ২৭ ফেব্রুয়ারি ও তেরখাদা উপজেলা ২৮ ফেব্রুয়ারিতে সম্মেলনের তারিখ নির্ধারন করা হয়। সভায় সকলের সম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তকে সফলভাবে বাস্তবায়ন করার জন্য স্ব-স্ব উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নির্দেশনা দেওয়া হয়েছে।