কালিগঞ্জে মিক্সার মেশিনে হাত আটকে শ্রমিক আহত

প্রকাশঃ ২০২৩-০১-২৮ - ১৩:৩৪

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে একটি বেকারীর মিক্সার মেশিনে হাত আটকে নুরুজ্জামান (২৩) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়ন পরিষদের পাশর্^বর্তী ব্রাদার্স রুচিরা বেকারীতে। সংবাদ পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা সেখানে দ্রুত পৌঁছে মারাত্মক আহত ঐ যুবককে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সে উপজেলার রতনপুর ইউনিয়নের পীরগাজন গ্রামের মৃত আব্দুল্লাহ ছেলে।

সরেজমিনে গেলে বেকারীর শ্রমিক জেহের আলীসহ প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাদার্স রুচিরা বেকারীতে নুরুজ্জামান কাজ করতো। বৃহস্পতিবার দুপুরে ময়দা মিক্সার মেশিনে খামির তৈরির কাজ করছিল সে। মেশিনটি চালু অবস্থায় অসাবধানতার বশত তার ডান হাত মেশিনের ভিতরে আটকে গেলে বাম হাত দিয়ে ছাড়ানো চেষ্টা করলে তার দুই হাত ক্ষতবিক্ষত হয় ও মাথায় মারাত্মক আঘাত লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে তার অবস্থার অবনতি ঘটলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রতিবেশী জামশেদ আলী বলেন, বেকারীর আটা গোলানো মেশিনে কাজ করার সময় সে মারাত্মক আহত হয়। তার অবস্থা বেগতিক দেখে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বেকারীর মালিক মোহতাব উদ্দীন বলেন, আমার বেকারীতে একটি দুর্ঘটনা ঘটে গেছে। আহত নুরুজ্জামানকে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে সাতক্ষীরা মেডিকেলে নিয়ে এসেছি। তাকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: সাইরিস মেহেরা সেতু বলেন, যেহেতু রোগীর অবস্থা আশঙ্কাজনক, এজন্য সাতক্ষীরায় রেফার করা হয়েছে। মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনা সম্পর্কে শুনেছি তবে আহত রোগীর অবস্থা ভীষন খারাপ।