ইউনিক ডেস্ক : শাহরুখ খানের আগামী সব ছবির নায়িকা থাকতে চান বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘শাহরুখের সঙ্গে জুটি মানেই ক্যারিয়ারে অনন্য অর্জন। তাই শাহরুখের আগামী সব ছবির নায়িকা থাকতে চাই’।
গত ২৫ জানুয়ারি ‘পাঠান’ সিনেমা মুক্তির পর ব্যাপক সাড়া ফেলেছে বলিউডে। এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে, বলিউডে শাহরুখ-দীপিকা জুটিই জনপ্রিয়। আর তারই বহিঃপ্রকাশ ঘটালেন দীপিকা পাড়ুকোন। মাঝে শাহরুখ খানকে ছেড়ে বিভিন্ন সিনেমায় অভিনয় করলেও তাতে তেমন দর্শক সমাদর পাননি। কিন্তু ‘পাঠান’ সিনেমার ব্যাপক সাফল্যে তিনি বলেছেন, এখন থেকে শাহরুখের সঙ্গেই থাকতে চান তিনি। তার (শাহরুখ খানের) সব সিনেমায় অভিনয় করতে চান তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
সিনেমাটি মুক্তির প্রথম দিনই দেশ-বিদেশ মিলিয়ে ঘরে তুলেছে প্রায় ১১০ কোটি! শুধু ভারত থেকেই সিনেমাটির আয় করেছে ৫৫ কোটি। যা পেছনে ফেলেছে দক্ষিণী সুপারহিট ‘কেজিএফ টু’ সিনেমাকেও। এই সিনেমাটির প্রথম দিনের আয় ছিল ৫৩ কোটি ৯৫ লাখ।