মোল্লাহাট দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির ইন্তেকাল

প্রকাশঃ ২০২৩-০২-০১ - ১৪:১৯

মোল্লাহাট প্রতিনিধি : মোল্লাহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, কাহালপুর আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ মোঃ আসগর আলী আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। গত রবিবার (২৯ জানুয়ারি) রাত ১১টায় খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার স্ত্রী, ৩ পুত্র ও ৬ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। সোমবার(৩০ জানুয়ারি) দুপুরে কাহালপুর আলিম মাদ্রাসা মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, আটজুড়ী ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, মোল্লাহাট প্রেসক্লাবসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করেছেন।