বিলুপ্ত প্রজাতির সুন্ধী কচ্ছপ উদ্ধার  

প্রকাশঃ ২০২৩-০২-০২ - ১৪:০১

মোংলা প্রতিনিধি : সুন্দরবনের পরিবেশ বান্ধব বিলুপ্ত প্রজাতির কচ্চপ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার সকালে মোংলার জিউধারা বাজারে বিক্রি কররার সময় এক ব্যাবসায়ীর কাজ থেকে একটি সুন্ধী প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছর। সকালে উদ্ধার হওয়া কচ্ছপটি সুন্দরবনের পুকুরে অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা ষ্টেশন কর্মকর্তা মো: শাহজাহান জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাজিকরখন্ড বাজারে বুধবার সকাল ৯টার দিকে বিরল প্রজাতির একটি সুন্ধী কচ্ছপ বিক্রি করতে আনেন এক পাচারকারী। সেটি ব্যাবসায়ী কিনে নিয়ে অন্যাত্র বিক্রির সময় বন বিভাগের সদস্যদের দেয়া খবরের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে সেখানে অভিযান চালিয়ে কচ্ছপটি উদ্ধার করা হয়। বনবিভাগের সদস্যদের দেখা মাত্র ওই পাচারকারী ব্যাগে কচ্ছপটি ফেলে রেখে লোকজনের ভিড়ে পালিয়ে যায়। উদ্ধার হওয়া মিঠা পানির বিরল প্রজাতির এ কচ্ছপটির ওজন ১কেজি। নারী এ কচ্ছপটির ডিম দেয়ার অবস্থা দেখতে পেয়ে সেটিকে জিউধারা ষ্টেশন অফিসের পুকুরে অবমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, এর আগে গত নভেম্বর মাসের শেষ দিকে জিউধারার সোমাদ্দারখালী এলাকা থেকে আরো একটি সুন্ধী প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছিলো। সেটি তখন সুন্দরবনে অবমুক্ত করা হয়। তবে এ কচ্চপগুলো আগে প্রকাশ্যে বিক্রি হতো। ফলে বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির এ কচ্চপ খাওয়া বা হত্যা করা নিষিদ্ধ ঘোষনা করে বন বিভাগ। পাশাপাশী এর প্রজন্মকে বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে। তাই বন্য প্রানী না মেরে একে সংরক্ষন করার জন্য বন বিভাগকে সহায়তার আহবান জানায় জিউধারা ষ্টেশন কর্মকর্তা মো: শাহাজাহান।