মোংলা : মোংলা ইপিজেডে লাগা আগুন সাড়ে ৭ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। গত সোমবার রাত ১০টা পর্যন্ত পুরোপুরি নিভাতে মোংলা ও শিল্প প্রতিষ্ঠানের ফায়ার সার্ভিসসহ ১২টি ইউনিট এখনও কাজ করছে। তবে ভিআইপি কারখানার ভিতরে আগুন জলছে। তার পরও আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মিরা। তবে আগুনের লেলিহা অন্য দিকে ছড়িয়ে যাবার সম্ভাবনা নাই।
মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় ভয়াবহ এ অগ্নিকাণ্ডে রাত সাড়ে ৮টায় ইপিজেড কর্তৃপক্ষ চার সদস্যের তদন্ত কমিটি করেছে। এদিকে ইপিজেডে ভারতীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ভিআইপি’র লাগেজ কারখানায় অগ্নিকাণ্ডে পুলিশের পক্ষ থেকে ১৫০ কোটি টাকার ক্ষতি দেখানো হলেও ২শ’ কোটি টাকারও বেশী ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ‘ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিডেট’ এর হেড অব এইচ আর মো: মিজানুর রহমান খাঁন। সোমবার দুপুরে তাদের মোংলা ইপিজেডে ৯টি কারখানার মধ্যে ১ নম্বর কারখানাটিতে বিদ্যুতের সর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। ফায়ার সার্ভিসের খুলনা, মোংলা, বাগেরহাট, রামপাল ও স্থানীয় শিল্প প্রতিষ্ঠানের ১২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে গেলেও ততক্ষনে কারখানাটির সব কিছুই পুড়ে যায়। এসময় কারখানাটিতে থাকা লাগেজ তৈরীর কাঁচামালসহ কয়েক হাজার তৈরী লাগেজ ছিল। যা বেশ কয়েকটি বিদেশী রাষ্ট্রে রপ্তানির অপেক্ষায় রাখা ছিল। এছাড়া এ কারখানায় রাসায়নিক আঠা,পলিথিন জাতীয় দাহ পদার্থ ও হাই ভোল্টেজ মেশিনারিজ যন্ত্রপাতিও সম্পূর্ণ পুড়ে গিয়ে প্রায় ২শ কোটি টাকারও বেশী ক্ষতি হয়েছে। তবে তৎ ক্ষনিত কিছু সংক্খক ক্ষতি উল্লেখ করে মোংলা থানায় সন্ধ্যায় একটি জিডিও করা হয়েছে।
মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মো: মাহাবুব আহম্মেদ সিদ্দিক বলেন, ইপিজেডের ভিতরে ভিআইপির ১ নম্বর কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় এখনও আগুন পুরোপুরি নেভেনি। কারখানাটিতে আগুন লেগে ভিআইপি’র অর্থনৈতিকভাবে অনেক ক্ষতি হয়েছে। এ ঘটনায় ইপিজেডের অতিরিক্ত নির্বাহী পরিচালক (হিসাব) আবুল হাসান মুন্সিকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে এই কমিটি প্রতিবেদন জমা দেবেন। এরপর ঘটনার আসল কারণ জানা যাবে।
উল্লেখ্য, ২০২০ সালের ২৮ ডিসেম্বর মোংলা ইপিজেডের একটি সুতার কারখানায় আগুন লেগেছিল। দুই বছর পর আবারও আগুন লাগলো মোংলা ইপিজেডে। তবে সে সময়ে তেমন ক্ষতি না হলেও এবারের আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে।