তালা অফিস : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ’র ভাষণ ইউনোস্কোর “মেমোরী অব দ্যা ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার”এ অন্তর্ভুক্তির মাধ্যমে “বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যর” স্বীকৃতি লাভ করায় সাতক্ষীরার তালায় বীর মুক্তিযদ্ধাদের আনন্দ উৎসব ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে তালা উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত শোভাযাত্রা উপ-শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এ সময় তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এমএ ফজলুল হক, অমল কান্তি ঘোষ, মোঃ মফিজ উদ্দীন, আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কাজী শহীদুল ইসলাম, উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডো কাউন্সিলের আহবায়ক মোঃ জাহিদুর রহমান লিটু প্রমুখ।