সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় হিজলদী সীমান্তে বিজিবি সদস্যরা টহলরতকালে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় নারী-পুরুষসহ ছয় ধুড়কে আটক করেছে। শনিবার বেলা ২টার দিকে উপজেলার হিজলদী সীমান্তের মেইন পিলার ১৫/৩ এস হয়তে ৫০০গজ উত্তরে সুলতানপুর পাঁকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন খুলনা জেলার ফুলতলা থানার আলকা গ্রামের মৃত নূর মোহাম্মদ কাজীর ছেলে জাহাঙ্গীর হাসান খোকন (৫৬) একই জেলার মোছাব্বরপুর গ্রামের জাফর আলীর ছেলে নজরুল ইসলাম (৪৪) ও মোশাররফ মোল্লার ছেলে জাকির মোল্লাহ (২৬) এবং সাতক্ষীরার দেবহাটা থানার পূর্ব কুলিয়া গ্রামের মৃত মঙ্গল সরকারের ছেলে সুব্রত সরকার (২৯), শ্যামনগর থানার ভেটখালী কালিঞ্চি গ্রামের আয়ুব আলী গাজীর ছেলে আমজাদ গাজী (৪১) ও তালা থানার মোড়াগাছা গ্রামের নাছির উদ্দিনের ছেলে জিল্লু হোসেন (২৩)। আটককৃতরা বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় সীমান্তের টহলরত বিজিবি’র হাতে আটক হয়। পরে তাদের থানা পুলিশে সোপার্দ করে বিজিবি। এ ব্যাপারে হিজলদী বিজিবি ক্যাম্পের হাবিলদার মোখলেছুর রহমান বাদী হয়ে থানায় একটি পাসপোর্ট আইনে মামলা দায়ের করেন বলে জানান।