খুলনার যানজট নিরসনে সড়ক হচ্ছে ছয় লেন

প্রকাশঃ ২০২৩-০২-১১ - ১৫:০৪

নির্মাণ হবে ফ্লাইওভার, ফুটওভার ব্রিজ

খুলনা : পদ্মা ব্রিজ চালুর পর খুলনায় যানবাহন বৃদ্ধিতে বেড়েছে তীব্র যানজট। সড়ক-মহাসড়ক থেকে শুরু করে বিভিন্ন ওলিগলিতেও এখন যানবাহনের ভিড়। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে পাল্লাদিয়ে বাড়ছে ছোট-বড় বিভিন্ন সাইজেন যানবাহন। সে তুলনায় বাড়ছে না সড়ক-মহাসড়ক। তাই প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা এখন খুলনাবাসীর নিত্য দিনের সাথী হয়ে দাঁড়িয়েছে।

খুলনা সিটি কর্পোরেশনের মাধ্যমে মাত্র সাড়ে আট হাজার ইজিবাইকের লাইসেন্স দেয়া হলেও তার সংখ্যা এখন চল্লিশ হাজার ছাড়িয়েছে। এরপর রয়েছে অন্যান্য যানবাহন। ফলে নগরীতে যেন যানবাহন ছাড়া অন্য কিছুই চোখে পড়ে না। তারপর রয়েছে ফুটপথ দখল করে বিভিন্ন পেশার হকারদের দোকান-পাট। রাস্তার পাশে ছোট-বড় দোকান মালিকরাও ফুটপথ দখল করে ব্যবসা বাড়িয়েছেন। বাধ্যহয়ে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) শহরবাসীদের যানজটের এ ভোগান্তি থেকে রেহাই দিতে ডাকবাংলো মোড় থেকে আফিলগেট পর্যন্ত সড়ক ছয়লেনে উন্তিত করার পরিকল্পনা হাতে নিয়েছে। প্রায় দেড় হাজার কোটি টাকা সম্ভাব্য ব্যয়ে এখানে নির্মিত হবে ছয়লেনের পাশাপাশি ফ্লাইওভার ও একাধিক ফুটওভার ব্রিজ। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে চলতি বছরেই এ প্রকল্পের কাজ শুরু হতে পারে। তিনি বলেন, খুলনা-যশোর মাহাসড়কের খুলনা ডাকবাংলো মোড়, ফেরিঘাট, পাওয়ার হাউজ, শিববাড়ি, নিউমার্কেট, জোড়াগেট, বয়রা কলেজ মোড়, বৈকালী মোড়, গোয়ালখালী মোড়, নতুন রাস্তা মোড়, দৌলতপুর বিএল কলেজের সামনে, রেলগেট, ফুলবাড়িগেট মোড়, শিরোমনি, জাহানাবাদ সেনানিবাস হয়ে আফিলগেট মোড় পর্যন্ত দিনের বেশির ভাগ সময় যানজট লেগেই থাকে। ট্রাফিক পুলিশকে এ যানজট সামলাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হয়। প্রকৃত পক্ষে রাস্তার ধারণ ক্ষমতার চেয়ে যানবাহন বেশী হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, যানজট নিরসন করে নগরবাসীকে স্বস্তি দিতে সওজ এ প্রকল্প হাতে নিয়েছে। সড়ক ছয়লেনে উন্নীত করার পাশাপাশি থাকছে আফিলগেট ক্রসিংয়ে ইউ-লুপ নির্মাণ, দৌলতপুর ট্রফিক মোড়, ফুলবাড়ি গেট, পাওয়ার হাউজ মোড়, নিউমার্কেট মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। সড়কের মোড়ে পাবলিক বিশ্রামাগার, স্তন্যপানের স্থান, টয়লেট নির্মাণ এবং শিববাড়ি মোড়ে অস্থায়ী ইজিবাইক স্টান্ড সরিয়ে মিডল্যান্ড ব্যাংক ও পঁচা পুকুরের মধ্যবর্তী স্থান স্থায়ীকরণ করা হবে। তাছাড়া দৌলতপুর থেকে ফুলবাড়ি গেট পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত রয়েছে।

নির্বাহী প্রকৌশলী মাসুদ আরও বলেন, ডাকবাংলো থেকে আফীলগেট পর্যন্ত সড়ক ছয়লেনে উন্নীত করতে হলে ফেরীঘাট মোড় থেকে পাওয়ার হাউজ মোড়, শিববাড়ি মোড়, নিউমার্কেট মোড়, জোড়াগেট মোড়,  বয়রা ফায়ার সার্ভিস মোড় থেকে নুরনগর মোড় পর্যন্ত জমি অধিগ্রহণও করতে হবে। এ প্রকল্পটি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন হলেই যথাসময়ে কাজ শুরু করা যাবে।