ঢাকা অফিস : টানা তিনদিন বায়ু দূষণে শীর্ষে থাকার পর গতকাল রবিবার ষষ্ঠ স্থানে নেমে এসেছে ঢাকা। গতকাল রবিবার বায়ু দূষণে শীর্ষস্থান দখল করেছে পাকিস্তানের রাজধানী লাহোর। রবিবার সকাল ৮টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ১৭৪। আর লাহোরের স্কোর ১৯০। একিউআই স্কোরে আজ সকাল ১০টায় বায়ুর মানের নিরিখে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে আছে মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোর (স্কোর ১৮১)। আর ১৮০ স্কোর কম নিয়ে তৃতীয় স্থানে আছে দ্বিতীয় স্থানে ভারতের মুম্বাই। চতুর্থ স্থানে আছে চীনের শহর শেনইয়াং, স্কোর ১৭৭। পঞ্চমে সার্বিয়ার বেলগ্রেড (স্কোর ১৭৫)। কোনোভাবেই যেন রাজধানী ঢাকায় স্বস্তির বায়ুর দেখা মিলছে না। গতমাস থেকে শুরু হওয়া দূষণের কবল থেকে যেন বের হতে পারছে না মেগাসিটি ঢাকা। কখনো দূষণের দিক দিয়ে শীর্ষ স্থানে থাকছে, কখনো আবার কিছুটা উন্নত হওয়ায় অবস্থান বদল হচ্ছে। কিন্তু স্বাস্থ্যকর বায়ু পাচ্ছে না নগরবাসী।