তালা : তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহা-মাদরা সড়কে দেবুতলা নামক স্থানে খালের উপর নির্মিত কালভার্টটি দু’পাশে ভেঙে গর্তে পরিণত হয়েছে। প্রায় এক বছর ধরে ঐ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ পথচারীরা। যেকোন মুহূর্তে বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা। পথচারীরা দ্রুত কালভার্টটি সংস্কারের দাবী জানান সংশ্লিষ্টদের কাছে।
শাহীন আলম, মামুন হোসেন, ত্রিদেব কুমারসহ কয়েকজন পথচারী জানান, দীর্ঘ এক বছর আগে কালভার্টটি একেবারে ভেঙে যায়। পরবর্তীতে এলাকার ঘের মালিকরা টাকা তুলে বাঁশের চরাট তৈরী করে ওই ভাঙার উপরে দিয়ে কোন রকমে যাতায়াত করছে। তবে রাতের অন্ধকারে কোন অজানা পথচারী পার হলে সে পড়ে দুর্ঘটনার শিকার হবে। বর্তমানে ওই চরাটের উপর দিয়ে পথচারীরা ঝুঁকি নিয়ে পার হচ্ছে। পথচারীরা দ্রুত কালভার্টটি সংস্কারের দাবী জানান সংশ্লিষ্টদের কাছে।
ইউপি সদস্য মো: ফারুক হোসেন জানান, উক্ত রাস্তা দিয়ে প্রতিদিন শতশত পথচারীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে। তাছাড়া উক্ত রাস্তার দু’পাশে কয়েক হাজার বিঘা মৎস্য ঘের রয়েছে। ঘের মালিকরা রাতে ঘের পাহারা দেয়ার জন্য বিলে থাকতে হয়। সকালে ঘের থেকে মাছ মেনে সেটা দলুয়া সেটে বা বিনেরপোতা মাছের কাটায় বিক্রি করে থাকে। প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাছ এই রাস্তা দিয়ে পার করে নিয়ে যাওয়া হয়। রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে দুর্ভোগ পোহাচ্ছে এলাকার মানুষ।
তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার জানান, ওই কালভার্টের যাবতীয় তথ্য ইতিমধ্যে ঢাকায় পাঠানো হয়েছে। প্রকল্পটি পাস হলে দ্রুত কাজ শুরু করা হবে।