বিএনপি নিজেদের নির্বাচিত রাষ্ট্রপতিকে পালিয়ে যেতে বাধ্য করেছিল : ওবায়দুল কাদের

প্রকাশঃ ২০২৩-০২-১৪ - ১৫:২০

ইউনিক ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেদের নির্বাচিত রাষ্ট্রপতি বি চৌধুরীকে (একিউএম বদরুদ্দোজা চৌধুরী) পালিয়ে যেতে বাধ্য করেছিল।

কৃষিবিদ দিবস উপলক্ষে আজ সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বি চৌধুরী এখনও বেঁচে আছেন; নিজেদের নির্বাচিত রাষ্ট্রপতি বি চৌধুরীকে বিএনপি বাধ্য করেছিল রেললাইন ধরে পালিয়ে যেতে। বি চৌধুরীর মতো রাষ্ট্রপতি সহ্য হয়নি। তারা চেয়েছিল ইয়াজউদ্দিনের মতো ইয়েস উদ্দিনকে।’

সুশিক্ষিত, সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যার গোটা জীবনটাই বর্ণাঢ্য আমরা এমন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছি। আমরা এমন কোনো রাষ্ট্রপতি করিনি যার নাম ইয়াজউদ্দিন, কার্যক্রমে ইয়েস উদ্দিন। আমরা মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, টেরিরিজমে বিশ্বাস করে, আগুন সন্ত্রাসে বিশ্বাস করে এমন কোনো অপশক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিইনি।

ওবায়দুল কাদের বলেন, সংঘাত শুরু করেছে বিএনপি। বেশ কয়েকটি জেলায় তারাই আগুন সন্ত্রাস শুরু করেছে। বিএনপি অগ্নিসসন্ত্রাস করে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বাধা দিচ্ছে।