সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ভেটখালী এলাকায় অভিযান চালিয়ে ভেজাল মধুসহ জিন্দাগীর কাগজী নামক এক ব্যক্তিকে আটক করেছে। গতকাল ভেজাল বিরোধী যৌথ অভিযান চালিয়ে ভেজাল মধু তৈরীর কারখানা থেকে ভেজাল মধু তৈরীর কাজে ব্যবহৃত ফ্লেভার, কালিজিরা দিয়ে কালিজিরারা মধু এবং চিনি দিয়ে ভেজাল মধু তৈরির কাজে ব্যবহৃত ৪২ কেজি চিটাগুড়, ভেজাল মধু ৩৮২ কেজি, কালিজিরা ১.৫ কেজি সহ অন্যান্য সকল আলামত জব্দ করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভেজাল মধু বানানোর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেন। বাংলাদে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাতক্ষীরার কর্মকর্তা মোখলেসুর রহমান এ অভিযানের নেতৃত্ব দেন।