দেশে ডিজিটাল প্রতারণা অনেক বেড়ে গেছে : বাণিজ্যমন্ত্রী

প্রকাশঃ ২০২৩-০২-২০ - ১১:৩৫

ইউনিক ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশে ই-কমার্সের পরিধিও অনেক বেড়ে গেছে। সেই সঙ্গে ডিজিটাল প্রতারণাও অনেক বেড়ে গেছে। ই-কমার্সে প্রতারণা রোধে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।’

সচিবালয়ে রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজিত ই-কমার্সবিষয়ক সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিসটেম (সিসিএমএস) প্ল্যাটফর্ম এর উদ্বোধন অনুষ্ঠানে টিপু মুনশি এসব কথা বলেন।

প্রতারণা রোধে সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএমএস) প্ল্যাটফর্ম চালু করা হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি ই-কমার্সে এর সুফল পাওয়া যাবে। এ প্ল্যাটফর্মটি ভোক্তা, নিয়ন্ত্রক সমন্বয়ক এবং ই-কমার্স স্টেকহোল্ডারদের মধ্যে সেতু হিসেবে কাজ করবে।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘করোনার সময় ই-কমার্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মানুষ ঘরে বসে নিজের প্রয়োজনীয় পণ্য কিনতে পেরেছেন, এখনও পারছেন। ই-কমার্সের পরিধি এখন অনেক বৃদ্ধি পেয়েছে। ই-কমার্সে মানুষের কেনাকাটা যাতে নিরাপদ হয় এবং যে কোনো অনিয়মের প্রতিকার যাতে সহজেই পাওয়া যায়, সেজন্য সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিসটেম প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের অনেক পথ পারি দিতে হবে। সততা ও দক্ষতার সঙ্গে আমাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।’