বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি এবার প্রধান নায়িকা হয়ে বড় পর্দায় আসছেন। মডগাঁও এক্সপ্রেস নামে একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি।
কমেডি ঘরানার এই ছবিটি বলিউড নায়ক ও চিত্রনির্মাতা ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট থেকে নির্মিত হবে। মডগাঁও এক্সপ্রেস নির্মাণ করবেন নায়ক কুনাল খেমু। এই ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে অভিষেক হবে কুনালের।
নোরা বলেন, শুধু নাচ দিয়ে নয়, অভিনয় দিয়েও দর্শকদের মণিকোঠায় জায়গা করে নিতে চাই। আমি অভিনয়টাও যে পারি, সেটাও সবাইকে দেখাতে চাই।
অভিনেত্রী আরও বলেন, এবার মূল নায়িকা হিসেবে বড় পর্দায় কাজ করতে যাচ্ছি আমি। এ ছাড়া চলতি বছর আমার আরও দু-তিনটি ছবির ঘোষণা আসবে। সেগুলোতেও ছবির মূল চরিত্রে অভিনয় করব আমি।
নোরা ছাড়াও মডগাঁও এক্সপ্রেস ছবিতে অভিনয় করেছেন, অবিনাশ তিওয়ারি প্রতীক গান্ধী ও দিব্যেন্দু শর্মা। এ বছরই ছবিটা মুক্তি পাওয়ার কথা রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে।