মোরেলগঞ্জে চার দিন ধরে শিক্ষক নিখোঁজ

প্রকাশঃ ২০২৩-০২-২০ - ১২:৪৫

মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক ৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। ১৩৬ নং গাজীরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মহিদুল ইসলাম(৩৫) গত বৃহস্পতিবার বেলা ৯টার পর থেকে বাগেরহাটের সরুই এলাকা থেকে নিখোঁজ হয়েছেন।

ঘটনারদিন নীজ এলাকার একটি হত্যা মামলায় আসামিপক্ষে তদবির করতে আসামিদের সাথে বাগেরহাট কোর্ট এলাকায় গিয়েছিলেন মহিদুল। ওইদিন দুপুরে আদালত রায় ঘোষণার পর থেকে শিক্ষক মহিদুলকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। তার মোবাইল ফোনও বন্ধ।

এ বিষয়ে মহিদুলের স্ত্রী মৌসুমি খানম গত শুক্রবার বাগেরহাট সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। এর একদিন পরে ১৭ ফেব্রুয়ারি র‌্যাব-৬ এ মহিদুলকে উদ্ধারের জন্য আবেদন করেছেন তার ছোট ভাই গাজীরঘাটের ওয়ার্ড মেম্বর ওহিদুল ইসলাম।

এ বিষয়ে ১৩৬নং গাজীরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা বেগম বলেন, ১৫ ফেব্রুয়ারি মহিদুল ইসলাম ছুটি চেয়ে বিদ্যালয় থেকে চলে গেছেন। এর পর থেকে সে নিখোঁজ আছে।

 বাগেরহাট সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আজিজুল ইসলাম বলেন, জিডিমূলে তদন্ত চলছে। এখনো ওই শিক্ষকের সন্ধান পাওয়া যায়নি।