বাগেরহাটে ৬ দিন ধরে নিখোঁজ স্কুল শিক্ষক

প্রকাশঃ ২০২৩-০২-২১ - ১৪:৫৯

বাগেরহাট অফিস : বাগেরহাটে ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন মো: মহিদুল ইসলাম (৩৫) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। গেল ১৫ ফেব্রুয়ারি সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। তার মুঠোফোনও বন্ধ রয়েছে। এদিকে বিভিন্ন যায়গায় খোঁজাখুজি করে না পেয়ে নিখোজের একদিন পর ১৬ ফেব্রুয়ারি বাগেরহাট মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন ওই শিক্ষকের স্ত্রী মৌসুমী খানম। ৬ দিনেও সন্ধান না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছে মহিদুলের পরিবার ও স্বজনরা।

নিখোঁজ স্কুল শিক্ষক মো: মহিদুল ইসলাম মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের গাজীরহাট এলাকার সেকেন্দার আলীর ছেলে। সে উপজেলার ১৩৬নং পশ্চিম গাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। শিক্ষক মহিদুল তার স্ত্রীকে নিয়ে বাগেরহাট শহরের সরুই এলাকায় থাকতেন।

শিক্ষক মো: মহিদুল ইসলামের স্ত্রী মৌসুমি খানম বলেন, আমার স্বামী মহিদুল ইসলাম ১৫ ফেব্রুয়ারি সকালে স্কুলে যাওয়ার জন্য বাগেরহাট শহরের সরুইস্থ বাসা থেকে বের হয়। দুপুরে একবার তার সাথে মুঠোফোনে কথা হয়েছে। এরপর আর ফেরেনি আমার স্বামী। পরে ফোনটিও বন্ধ পাই। আমি যেকোন মূল্যে আমার স্বামীকে ফিরে চাই।

নিখোঁজ মহিদুল ইসলামের ভাই ইউপি সদস্য মো: অহিদুল ইসলাম বলেন, ২০১৮ সালে স্ত্রী হত্যার অভিযোগে উপজেলার দেবরাজ গ্রামের রিপন শেখ ও তার বাবা হাসেম শেখের নামে একটি হত্যা মামলা হয়েছিল। আমার ভাই স্কুল শিক্ষক মো: মহিদুল ইসলাম এই মামলার তদবির করছিলেন।  আমার ধারনা হত্যা মামলার আসামি রিপন শেখের বর্তমান স্ত্রী শিউলী বেগম লোকজন নিয়ে মহিদুল ইসলামকে আটকিয়ে রেখেছে। ভাইকে উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান তিনি।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক পুলিশ পরিদর্শক এস, এম, আশরাফুল আলম বলেন, মহিদুলকে সন্ধ্যানে পুলিশের একাধিক টিম কাজ করছে। আমরা বিভিন্ন বিষয় ক্ষতিয়ে দেখছি। আশাকরি মহিদুলকে খুজে পাওয়া যাবে।