মোংলা বন্দরে বঙ্গবন্ধু রেলওয়েসেতুর পাইপের শেষ চালান

প্রকাশঃ ২০২৩-০২-২৩ - ১৪:০৩

মোংলা : মোংলা বন্দরে খালাস হচ্ছে বঙ্গবন্ধু রেলসেতুর পাইলিংয়ের ষ্টিল পাইপের শেষ চালান। পাইপের শেষ চালান নিয়ে মঙ্গলবার দুপুরে মোংলা বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়ে বিদেশী জাহাজ এম,ভি জুপিটার। ভিয়েতনাম থেকে আসছে বঙ্গবন্ধু রেলসেতুর এ সকল মালামাল। স্থানীয় শিপিং এজেন্ট হক এন্ড সন্স লিমিটেড’র খুলনার জেনারেল ম্যানেজার জিয়াউল হক জানান, ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর ৩হাজার ১৩৪ দশমিক ১০৬ মেট্টিক টন ষ্টিলের পাইলিং পাইপের ১৪তম শেষ চালান নিয়ে মঙ্গলবার দুপুরে মোংলা বন্দরে ৮নম্বর জেটিতে ভিড়ে পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি জুপিটার। জাহাজটিতে আসা ২৩০ প্যাকেজের এ পাইলিং পাইপ খালাসের কাজ চলছে। জাহাজ থেকে খালাস করে বার্জে (নৌযান) নেয়া হচ্ছে সিরাজগঞ্জের যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে। তিনি বলেন, সেতুর ষ্টিলের পাইলিং পাইপের এটি শেষ চালান। এরপর পর্যায়ক্রমে আসবে সেতুর মুল স্টেকচারের মালামাল। এ পাইপ খালাস শেষে এম,ভি জুপিটার ২৪ফেব্রুয়ারী মোংলা বন্দর ত্যাগ কবরে বলেও জানিয়েছেন জিয়াউল হক।