ইউনিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার ভোররাতে পশ্চিম ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৬ দশমিক ৮। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।
শুক্রবার স্থানীয় সময় রাত ১টা ৩২ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল আচেহ প্রদেশের উপকূলীয় জেলা সিংগিলের ৪০ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং গভীরতা ছিল ৩৭ কিলোমিটার। ভূকম্পনের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।