ইউনিক ডেস্ক : বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কন্ট্রোভারসি কুইন নামেই বিশেষভাবে পরিচিত। প্রায় সময়ই কোনো না কোনো কারণে বিতর্কে থাকেন তিনি। এবার শিরোনামে এসেছেন মধুবালার সঙ্গে নিজেকে তুলনা করে।
বিতর্কিত এ অভিনেত্রী তার অল্প বয়সের চেহারার মিল খুঁজে পেলেন পুরনো দিনের বিখ্যাত অভিনেত্রী মধুবালার সঙ্গে। মধুবালার প্রয়াণবার্ষিকীতে এ কথা জানান কঙ্গনা। খবর আনন্দবাজার পত্রিকার।
সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে নিজের ও মধুবালার একটি কোলাজ ছবি পোস্ট করেন নায়িকা। সেখানে তিনি লেখেন, মানুষ যেমন চান আমি পর্দায় মধুবালা হয়ে যাই। এটাই ভেবে দেখলাম। আমি যখন অভিনয় শুরু করেছিলাম, মধুবালার অল্প বয়সের মতো ছিলাম কি?
ঠোঁটকাটা স্বভাবের এই অভিনেত্রী কালো ব্লাউজ ও স্কার্ট পরা নিজের একটি ছবি দিয়ে নিজেই যেন অবাক হয়েছেন। লিখেছেন, ‘হায় ভগবান! ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার সেই প্রথম বছর।’
এদিকে মধুবালার সঙ্গে কঙ্গনার এই তুলনা নিয়ে সোশ্যালে নানা মন্তব্য শুরু হয়েছে। কেউ হাসছেন, আবার কেউ ব্যঙ্গাত্মকমূলক মন্তব্য করছেন।