ইউনিক ডেস্ক : চলতি প্রজন্মের মেধাবী অভিনেত্রী সামিরা খান মাহি। এরইমধ্যে টিভি নাটকে নিজের অবস্থান শক্ত হচ্ছে তার। এবার প্রথমবারের মতো ওটিটিতে অভিষেক হচ্ছে তার। ‘ওভার ট্রাম্প’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন মাহি। এই সিরিজে মাহির সঙ্গে রয়েছেন চঞ্চল চৌধুরী। এ প্রসঙ্গে মাহি বলেন, এটি আমার প্রথম ওয়েব সিরিজ। চঞ্চল ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে প্রথমে খানিকটা ভয় পাচ্ছিলাম। কারণ উনি তো অনেক বড় অভিনেতা। কিন্তু চঞ্চল ভাই এত বেশি হেল্পফুল, আমি বুঝতেই পারিনি যে তার সঙ্গে অভিনয় করছি। অনেক সহযোগিতা করেছেন তিনি।