ইউনিক ডেস্ক : ট্রাফিক আইন নিয়ে সামাজিক সচেতনতার লক্ষ্যে ছাত্রলীগের উদ্যোগে লক্ষ্মীপুরে ১০০ জন নেতাকর্মীর মাঝে হেলমেট বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় আলোচনা সভা ও হেলমেট বিতরণ অনুষ্ঠান আয়োজন করে জেলা ছাত্রলীগ। আলোচনা সভায় বক্তারা মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও আরোহীদের হেলমেট ব্যবহারে বিষয়ে জোরালো আহবান জানান।
জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন।