ইউনিক ডেস্ক : সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে এখন পুরোপুরি সুস্থ এ অভিনেত্রী। সম্প্রতি কাজেও ফিরেছেন তিনি।
ডিজাইনার অনুশ্রী রেড্ডির জন্য ল্যাকমে ফ্যাশন উইকে র্যাম্পে হেঁটে সবাইকে চমকে দিয়েছেন সুস্মিতা। র্যাম্পে পা রাখতেই তাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করে হাততালিতে অভ্যর্থনা আর ভালোবাসায় ভাসান দর্শকরা। খবর জি-নিউজের।
শো শেষ করে গাড়িতে ওঠার পরই সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে তিনি ভক্তদের জানিয়ে দেন যে, তিনি র্যাম্পে হেঁটেছেন। সেই লাইভ তিনি দর্শকদের ধন্যবাদ জানান। যারা তার জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি একজন আশীর্বাদপ্রাপ্ত মেয়ে।
সুস্মিতা আরও বলেন, অনুশ্রীকে ধন্যবাদ, তিনি আমাকে তার শো স্টপার হতে বলেছেন। অন্য কেউ হয়ত বলবে, এখন জিজ্ঞেস করার মতো সময় নেই। কিন্তু আমি তোমাকে বলি- নারী! আমরা যখন একে অপরের পাশে দাঁড়াই এবং সবচেয়ে কঠিন সময়েও একে অপরের সেরাটা বের করে নিয়ে আসি, তখন দেখতেও খুব সুন্দর লাগে।