আবু হোসাইন সুমন, মোংলা : মোংলায় সুন্দরবন থেকে অবৈধভাবে আহরণকৃত ২০৩০ কেজি কাকড়া জব্দ করেছে বনবিভাগ ও কোস্ট গার্ড। এ সময় দুইটি নৌকা আটক করা হলেও কেউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত কাকড়া নিলাম দেয়া হবে বলে জানিয়েছে বনবিভাগ।
চাদপাই রেঞ্জ কর্মকর্তা মো: মেহেদীজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১২টার দিকে বনবিভাগ ও কোস্ট গার্ড সদস্যরা মোংলার পশুর নদীর সুন্দরবন সংলগ্ন জয়মনি এবং চিলা এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে অসাধু জেলেরা নৌকা থেকে লাফিয়ে পালিয়ে যায়। পরে ওই দুইটি নৌকায় তল্লাশী চালিয়ে ২০৩০ কেজি কাকড়া জব্দ করে। নৌকা দুইটির একটিতে ২০০০ কেজি ও আরেকটিতে ৩০ কেজি কাকড়া পাওয়া যায়। বন কর্মকর্তা মেহেদীজামান বলেন, শুধু মাছ পরিবহনের জন্য নৌকা দুইটির পাস ছিল, কিন্তু তারা বেআইনিভাবে কাকড়া পরিবহন করায় কাকড়াসহ নৌকা দুইট জব্দ করা হয়েছে। এছাড়া কাকড়াগুলো নিলামে বিক্রি করে সেই অর্থ সরকারী কোষাগারে জমা দেয়া হবে বলেও জানান তিনি। বনবিভাগের চোখ ফাকি দিয়ে সুন্দরবনের বিভিন্ন নদী-খাল থেকে কাকড়া আহরণ করে পাচারের উদ্দেশ্যে পরিবহন করছিল জেলে নামধারী দুর্বৃত্তরা।