তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়ায় কবি সিকান্দার আবু জাফর মেলার নামে চলছে অনুমোদনহীন রাফেল ড্র লটারী। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ইজিবাই ভ্যানসহ প্রায় ১৬২টি ভ্যান ও ইজিবাইকে ফেরি করে উপজেলায় লটারীর টিকেট বিক্রি করছে। কবি সিকান্দার আবু জাফর মেলায় এসব লটারী কিনে প্রতারিত হচ্ছে হাজারো গরীব অসহায় মানুষ। সেই সঙ্গে মেলা সংশ্লিষ্ট আম বাগানে কিশোর গ্যাংয়ের মাদক সেবন ও বেচাকেনা। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা যুবতী নারী ও কিশোরী মেয়েদের দিয়ে চলছে ভাসমান দেহ ব্যবসা। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা যায়, কবি আবু জাফর সিকান্দার এর জন্মবার্ষিকী উপলক্ষে মেলা চললেও সেখানে নেই কোন কবি স্মৃতি বিজড়িত পরিচিতি ব্যানার, কোন বইয়ের স্টল। খোলা মঞ্চের উপরে কবি আবু জাফর সিকান্দারের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকীর নেই কোন সঠিক তথ্য। তিনি যে একাধারে বহু গুণে গুণান্বিত বর্তমান প্রজন্মের কাছে কিছুই তুলে ধরা হচ্ছে না কবি আবু জাফর সিকান্দারের নামে। কবির লেখা উপন্যাস,গ্রন্থ,কবিতা মানুষের মাঝে মাইকে প্রচার না করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলছে লটারি খেলা। ‘ওঠাও মামা’, ‘মাথা নষ্ট’সহ বিভিন্ন ধরনের স্লোগানে আকৃষ্ট করা হচ্ছে মেলায় আসা দর্শনার্থীদের।
অবাধে লটারী টিকিট কিনতে স্কুল-কলেজের তরুন-তরুনী শিক্ষার্থীরাসহ ভ্যান চালক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে ভিড় করছে। পুরস্কারের আশায় প্রতিদিন হাজার-হাজার টাকার লটারী টিকিট ক্রয় করে প্রতারিত হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজারো খেটে খাওয়া মানুষ। কবি সিকান্দার মেলা শুরুর দিন থেকেই অনুমোদনহীন লটারীর ব্যবসা শুরু করে আয়োজক কমিটি। যার কারণে ইতিমধ্যে সর্বশান্ত হয়েছেন অনেকে। এছাড়া লটারীর ড্র হয় গভীর রাত পর্যন্ত। এতে মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়েছে ঐ এলাকায়। বেড়েছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনাও।
মেলার দায়িত্বে থাকা নড়াইলের মানিক শিকদার জানান, ইতিমধ্যে মেলায় জুয়া ও নৃত্য বন্ধ করে দেয়া হয়েছে। র্যাফেল ড্র অনুমোদন আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, লিখিত কোন অনুমোদন নেই। তবে মৌখিক অনুমোদন আছে।
ওসি রেজাউল করিম জানান, মেলা কমিটি অনুমতি নিয়ে মেলা চালাচ্ছে। লটারি, জুয়া ও অশ্লীল নৃত্য কিভাবে চলছে জানতে চাইলে বলেন, তিনি ছুটিতে আছেন। এসে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া রোজার আগে মেলা বন্ধ হয়ে যাবে বলে জানান তিনি।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্ত মোঃ রুহুল কুদ্দুস বলেন, মেলা পরিচালনা কমিটির অনুমোদন পত্রে রাফেল ড্রয়ের লটারির কোন অনুমোদন নেই। এছাড়া শর্তের বাইরে যেটা করবে সেটা সম্পূর্ণভাবে অবৈধ।