ক্রীড়া প্রতিবেদক : সাকিব আল হাসান মানেই যেন রেকর্ড-ভাঙা গড়ার নায়ক । প্রায় প্রতি ম্যাচেই নিজের নামের পাশে কোনো না কোনো রেকর্ড যোগ করেন সাকিব। শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ২৪ রান যোগ করার পরই নতুন মাইলফলকে পা রাখেন সাকিব আল হাসান। এর আগে এ রেকর্ডে পা রেখেছিলেন তামিম ইকবাল। তিনি আট হাজার ১৪৬ সংগ্রহ করেছিলেন।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেই ৩০০ ওয়ানডে উইকেট পেয়েছিলেন সাকিব। ৭ হাজার রান ও ৩০০ উইকেট; সাকিবের আগে ওয়ানডেতে এমন কীর্তি আছে সনাত জয়সুরিয়া ও শহীদ আফ্রিদির।