ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে প্রতিপক্ষের হামলায় উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সেলিম হাওলাদার খোকন (৩৭) আহত হয়েছেন। সে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় রয়েছেন। সে ছোট বাহিরদিয়া গ্রামের রুস্তুম আলী হাওলাদারের ছেলে।
ভুক্তভোগী জানান, গত রোববার রাত ১০দিকে সেলিম হাওলাদার খোকন মোটরসাইকেলযোগে উপজেলা সদর এলাকা থেকে বাড়িতে যাওয়ার পথে ছোট বাহিরদিয়া এলাকায় পৌছালে প্রতিপক্ষের ২/৩জন মিলিত হয়ে তার মটরসাইকেলের গতিরোধ করে। এরপর প্রতিপক্ষরা সেলিম হাওলাদার খোকনকে মারপিট করে। এতে সে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষরা তার উপর এ হামলা করেছে বলে আহতের পরিবার জানায়। ঘটনাটি মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে ভুক্তভোগী জানান।