বঙ্গবন্ধু কনসার্টে শরণখোলা মাতিয়ে গেলেন কন্ঠ শিল্পী লায়লা

প্রকাশঃ ২০২৩-০৩-২১ - ১৬:০৩

শরণখোলা আঞ্চলিক অফিস : বঙ্গবন্ধু কনসার্টে শরণখোলা মাতিয়ে গেলেন এ সময়ের সাড়া জাগানো কন্ঠ শিল্পী লায়লা। সোমবার রাতে শরণখোলা উপজেলা সদরে রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুল মাঠে কনসার্টে গান গেয়ে হাজারো দর্শক শ্রোতাকে মাতিয়ে তোলেন এ শিল্পী।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে শরণখোলা উপজেলা প্রশাসন বঙ্গবন্ধু কনসার্টের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত কনসার্ট পূর্ব আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন ও শরণখোলা প্রেসক্লাব সভাপতি ইসমাইল হোসেন লিটন প্রমূখ। এদিন সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত একটায় কনসার্ট শেষ হয়।