ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা-অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, খলিলুর রহমান মহাবিদ্যালয়ের প্রভাষক মুকুলেশ ঢালী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামান। এসময়বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।