ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে মডেল থানা পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত বিভিন্ন উপজেলার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন আ. সামাদ শেখ (৪০), মহসিন শেখ (৪০), মো. রিপন (৪৫), খান লিয়াকত আলী (৫০) ও দেলোয়ার হোসেন (৪২)। আটককৃতরা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান আটকের বিষয়টি নিম্চিত করে বলেন বুধবার (২৯ মার্চ) সকালে আটকদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি জানান, থানার আগের নাশকতার মামলায় তাদেরকে আটক করা হয়েছে। ওই সকল নাশকতার মামলার বাকী আসামিদেরকেও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।