তালায় ঝড়ে উড়ে গেছে আশ্রায়ন প্রকল্পের ঘর

প্রকাশঃ ২০২৩-০৪-২৯ - ১৩:৪০

তালা প্রতিনিধি : তালায় কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার আশ্রায়ন প্রকল্পের কয়েকটি ঘর। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে কালবৈশাখী ঝড়ের তান্ডবে উপজেলার খলিষখালী ইউনিয়নের দুধলীরচর গ্রামে ৪৬টি ঘরের মধ্যে ৮/১০ টি ঘরের চাল উড়ে গেছে। এছাড়া ঝড়ে ঘরের পিলারও ভেঙে পড়েছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ঘর। বর্তমানে এলাকার মানুষগুলো আশ্রয়হীন হয়ে পড়েছে। ভূমিহীন অসহায় পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে বসাবস করছে। ক্ষতিগ্রস্ত ঘরগুলো দ্রুত সংষ্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগিরা। ইতিমধ্যে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ আরাফাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক ও খলিষখালি ইউপি চেয়ারম্যান সাবীর হোসেন উক্ত এলাকা পরিদর্শন করেছেন। আশ্রায়ন প্রকল্পের ঘরে বসাবসকারী মোঃ সাজু নামে এক ব্যক্তি জানান, বৃহস্পতিবার বিকালে হঠাৎ কালবৈশাখীর ঝড় এসে ৮/১০টি ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে। কিছু ঘর দুমড়ে মুচড়ে গেছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত ঘরগুলো জরুরীভাবে সংষ্কার করা প্রয়োজন। কিন্তু ঘর মেরামত জন্য কোন অর্থ তাদের কাছে নেই।
খলিষখালি ইউপি চেয়ারম্যান সাবীর হোসেন জানান, কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে দুধলীরচর গ্রামে ৪৬টি ঘরের মধ্যে ৮/১০টি ঘরের চাল উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ঘরগুলো দ্রুত সংস্কার করা জরুরী হয়ে পড়েছে। বর্তমানে তালা উপজেলা নির্বাহী অফিসার পদে কেউ যোগদান করেননি। জেলা প্রশাসককে বিষয়টি জানানো হয়েছে। তিনি এ ব্যাপারে জরুরী পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন। তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক জানান, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। ঘরগুলো দ্রুত সংষ্কার করা হবে।