আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক চার ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে সাত জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
এসব দুর্ঘটনার পর দেশটির রেলওয়ের নিরাপত্তা ও নিরাপদে ট্রেন সার্ভিস পরিচালনার সক্ষমতা নিয়ে আবারো প্রশ্ন উঠেছে।
দুটি লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। যার মধ্যে একটি ঘটেছে উত্তর প্রদেশের চিত্রাকোট জেলায় এবং এ দুর্ঘটনায় নিহত হয়েছেন তিন জন। আরেকটি লাইনচুত্যির ঘটনা ঘটেছে উডিশায়। পারাদীপ-কুটাক মালবাহী ট্রেনটি লাইন থেকে ছিটকে পড়ে। তবে এতে কেউ হতাহত হননি।
তৃতীয় দুর্ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের আমেথির কাছে। গেটম্যান না থাকা একটি ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় চার জন নিহত ও দুজন আহত হয়েছেন।
চতুর্থ দুর্ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের শাহারানপুরে। জম্মু-পাটনা অর্চনা এক্সপ্রেসের ইঞ্জিন বগিগুলো থেকে আলাদা হয়ে যায়। তবে কেউ নিহত হননি।
উত্তর প্রদেশের রাজধানী থেকে ২৫০ কিলোমিটার দূরে চিত্রাকোট জেলার মানিকপুর রেলস্টেশন প্লাটফর্ম ছাড়ার কিছু সময় পর শনিবার ভোর ৪টা ১০ মিনিটে ভাস্কো দা গামা-পাটনা এক্সপ্রেসের ১৩টি বগি লাইনচ্যুত হয়। এতে তিন জন নিহত ও নয় জন আহত হয়েছেন।