সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় এক বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ৩০ হাজার টাকাসহ দশ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টার যে কোনো সময়ে সাতক্ষীরা শহরের কামালনগরে মৃত আনোয়ার উদ্দীন খানের ছেলে মোঃ আব্দুল কুদ্দুস খানের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত আব্দুল কুদ্দুস খান সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, গত সোমবার দুপুর ১২টার দিকে আব্দুল কুদ্দুস খান ও তার বাড়ির লোকজন ঘরে তালা মেরে পলাশপোল গ্রামে এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যান এবং বিকাল ৫টার সময় বাড়িতে ফিরে আসেন। বাড়িতে এসে দেখতে পান বসত ঘরের পিছনের দরজার তালা ভাঙ্গা এবং বসত বাড়ির ভিতরের আরও একটি রুমের দরজার তালা ভাঙ্গা। ঘরের মধ্যে রক্ষিত কাঠের আলমারীর ড্রয়ার হতে নগদ ১লক্ষ টাকা, ১ হাজার সৌদি রিয়াল (যার মূল্য-৩০হাজার টাকা) ও ১০ ভরি ওজনের গহনা চুরি করে নিয়ে যায় চোরচক্র। আব্দুল কুদ্দুস খান সর্বোস্য হারিয়ে হতভম্ব হয়ে পড়েন এবং প্রতিবেশীদের চুরির ঘটনা জানান। আব্দুল কুদ্দুস খান জানান, বেলা ১টার দিকে আমার বাড়ির কেয়ারটেকার আমার বাড়িতে এসে দেখে যে, ২ জন লোক মোটরসাইকেল নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল এবং একজন আমার বাড়ি থেকে বের হচ্ছে। তখন তাকে জিজ্ঞাসা করলে অজ্ঞাত ব্যক্তি জানায় যে সে বাথরুমে গেয়েছিল। এরপর তারা ৩ জন দ্রুত মোটরসাইকেল যোগে চলে যায়। এরপর আমার কেয়ারটেকারও চলে যায়। সব কিছু হারিয়ে আমি নিঃস্ব। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ করেছেন।