ইউনিক ডেস্ক : ভারত থেকে চোরাই পথে আসা সাড়ে ৮ কেজি রুপার গহনা সাতক্ষীরা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার সীমান্ত গ্রাম ভাড়ুখালী নিমতলা এলাকার সরদার ব্রিকস নামক ইট ভাটার সামনে পাকা রাস্তার পাশ থেকে উক্ত রুপার গহনা গুলো জব্দ করা হয়। তবে, এ সময় পুলিশ কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি। জব্দকৃত রুপার গহনার বাজার মূল্য ১১ লাখ ৫৬ হাজার টাকা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুহিদুল ইসলাম জানান, সাতক্ষীরা সীমান্তের ভাড়ুখালী এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে রুপার গহনার একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই ফকির জুয়েল রানার নেতৃত্বে পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় ভাড়ুখালী নিমতলা এলাকায় রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একট প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে সাড়ে ৮ কেজি রুপার গহনা জব্দ করা হয়। তবে, ধারনা করা হচ্ছে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রুপার গহনার ব্যাগটি ফেলে পালিয়ে গেছে। এর ফলে তাদের আটক করা সম্ভব হয়নি। যার বাজার মূল্য ১১ লাখ ৫৬ হাজার টাকা। তিনি আরো জানান, জব্দকৃত রুপার গহনা সাতক্ষীরা সরকারি কোষাগার ট্রেজারি শাখায় বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে জমা প্রদান করা হয়েছে।