ইউনিক ডেস্কঃ চেন্নাই জুড়ে তাণ্ডব চালানোর পর এবার শক্তিশালী ঘূর্ণিঝড় মিগজাউম আছড়ে পড়বে অন্ধ্র প্রদেশে। মঙ্গলবার দুপুরেই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সম্ভাবনা। কোন কোন অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস? কত কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া?
প্রাণঘাতী রূপ ধারণ করেছে সাইক্লোন মিগজাউম। তামিলনাড়ুতে এই ঘূর্ণিঝড়ের জেরে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার তাণ্ডব চালিয়েছে এই ঝড়। মঙ্গলবারই এটির আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই মিগজাউম পৌছে গেছে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূল এলাকায়। নেল্লোর এবং মছলিপটনমের মধ্যবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের পূর্বাভাস রয়েছে। সে সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার।