সুন্দরবনের নন্দবালা খাল থেকে বনদস্যু গুরু বাহিনীর প্রধানসহ দুই দস্যু আটক, ৫টি আগ্নেয়াস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার
আবু হোসাইন সুমন, মোংলা প্রতিনিধিঃ সুন্দরবনের নন্দবালা খাল থেকে বনদস্যু গুরু বাহিনীর প্রধানসহ দুই দস্যুকে আটক করেছে র্যাব। এ সময় আটক দস্যুদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-০৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের (মোংলার) পশুর নদী সংলগ্ন নন্দবাল খালে বৈরী আবহাওয়ার কারণে বৈঠা চালিত একটি নৌকায় বনদস্যু গুরু বাহিনী অবস্থান করছে এমন খবর পেয়ে বুধবার দুপুরে ওই এলাকায় বিশেষ অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় অভিযানকারীরা ছদ্ম ভেসে জেলে নৌকায় করে গিয়ে দস্যুদের নৌকাটি ঘিরে ফেলার পর ওই নৌকা হতে বনদস্যু গুরু বাহিনীর প্রধান আালিফ মোল্লা ও তার সহযোগী সদস্য আকরাম সানাকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে দুইটি একনালা বন্দুক, দুইটি দোনালা বন্দকু, একটি এলজি ও ৬৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। আটক এ দুই দস্যুর বাড়ী বাগেরহাটের রামপালে। আটককৃতদেরকে অস্ত্র-গুলিসহ মোংলা থানা পুলিশে হস্তান্তর করার কথা জানিয়েছেন র্যাব’র এই কর্মকর্তা।