ইউনিক ডেস্কঃ দুই বাংলার সিনেমাপ্রেমীদের জন্য দারুণ খবর। এবার শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন মিমি চক্রবর্তী। গত বছর ঢাকায় ঘোষণা হয় ‘তুফান’ ছবির কথা। তবে শাকিব ছাড়া আর কারা থাকবেন, তা স্পষ্ট ছিল না। এবার সামনে এল যাবতীয় তথ্য। নতুন এই ছবিতে বাংলাদেশী সুপারস্টারের নায়িকা মিমি। এছাড়াও দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী মাসুমা রহমান নাবিলাকে। রায়হান রাফি পরিচালিত এই ছবিতটি দই বাংলার যৌথ প্রযোজনায় মুক্তি পাবে। এপার বাংলা থেকে প্রযোজক হিসাবে থাকছে এসভিএফ এবং ওপার বাংলা থেকে ছবিটি প্রযোজনা করছে চরকি ও আলফা আই। মিমি চক্রবর্তী দারুণ উচ্ছ্বাসিত এই ছবি নিয়ে। তিনি বলেন, “বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশে গিয়েছি। কাজ হোক বা অবসার সময় কাটানো, বাংলাদেশ যাওয়া আমার জন্য সবসময়ই আনন্দের। এছাড়া, প্রথমবার বাংলাদেশী সুপারস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করা সত্যিই আনন্দদায়ক। দুই দেশের তিনটি প্রোডাকশন হাউসের যৌথ উদ্যোগে জন্য অপেক্ষায় আছি। আমি দর্শকদের ব্যতিক্রমী কিছু উপহার দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”