তালা প্রতিনিধি : রবিবার (৩০ জুন) বিকালে তালা শিল্পকলা একাডেমীতে ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত হয়। ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রকল্পের আয়োজনে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উত্তরণের সহযোগিতায়, গ্লোবাল এফেয়ার্স কানাডার অর্থায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। প্রজেক্ট অফিসার আবু ইমরানের সঞ্চাালনায় মিটিংয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই, খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এডভোকেসি, বিসিসি এন্ড চাইল্ড প্রটেকশন কো-অর্ডিনেটর আবেদা সুলতানা, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী আফরোজা আক্তার বানু প্রমুখ। এ সময় উত্তরণের টেকনিক্যাল অফিসার নাজমিন নাহার, মনিটরিং এ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার আইরিন ষ্টিভেন্স, একাউন্টস কাম এডমিন অফিসার গোলাম কিবরিয়াসহ মোঃ আমজাদ হোসেন, মোঃ রিয়াজ উদ্দীন, মোঃ আজহারুল ইসলাম বক্তব্য রাখেন।