তালা প্রতিনিধি : তালায় অপ্রাপ্ত বয়স্ক এক কলেজ ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার (৩০ জুন) তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ আদেশ জারী করেন। এদিকে উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, উপজেলার সরুলিয়া ইউনিয়নের তৈলকুপী গ্রামের বাসিন্দা ও পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রীর সাথে রবিবার রাতে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনী গ্রামের এক যুবকের বিয়ে হবে এমন খবর তারা জানতে পারেন। এ সময় সরুলিয়া ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার প্রসেনজিত ঘোষ ও একই ক্লাবের সংগীত শিক্ষক টুম্পা বিশ্বাস ঐ ছাত্রীর বাড়িতে গিয়ে উক্ত বিয়ের আয়োজন বন্ধ করে দেন। পরবর্তীতে ঐ ছাত্রীর বাবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে মুচেলকা প্রদান করেন। এ সময় ঐ কলেজ ছাত্রীকে তার বাবা-মায়ের জিম্মায় দেয়া হয়েছে।