ভারতকে ৯৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

প্রকাশঃ ২০২৪-১০-০১ - ১৩:১৯

ক্রীড়া প্রতিবেদক : প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৮৫ রান করে ৫২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। এরপর ব্যাট করতে নেমে সুবিধা করে ওঠতে পারেনি টাইগাররা। গতকাল চতুর্থ দিনের শেষ সেশনেই ২ উইকেট হারানোর পর আজ পঞ্চম দিনের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে সফরকারীরা। সাদমান ইসলামের সঙ্গে নাজমুল হোসেন শান্তর ৫৫ রানের জুটি কিছুটা আশা জোগালেও তা স্থায়ী হয়নি। অধিনায়ক শান্ত আউট হওয়ার পর অনেকটা তাসের ঘরের মতোই ভেঙে পড়েছে টাইগারদের ব্যাটিং লাইন-আপ, অল আউট হওয়ার আগে করতে পেরেছে ১৪৬ রান, তাতে জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৯৫ রানের।

মমিনুলকে নিয়ে আজ শেষদিনের ব্যাটিংয়ে নামেন সাদমান। দিনের প্রথম দুই ওভারে অশ্বিন এবং বুমরার বলে দুইটি বাউন্ডারি আদায় করে নিয়েছিলেন এই টাইগার ওপেনার। তবে তৃতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ।

অশ্বিনের করা দিনের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরতে হয় মমিনুলকে। ভারতীয় এই স্পিনারের করা ওভারের তৃতীয় বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন মমিনুল। আগের ইনিংসে শতরান করা এই ব্যাটার দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন ২ রানে।

এদিকে মমিনুল ফেরার পর ক্রিজে সাদমানের সঙ্গী হন অধিনায়ক শান্ত। দুজন মিলে ভারতীয় বোলারদের ভালোভাবেই সামলাচ্ছিলেন। এ দুজন মিলে জুটি গড়ে স্কোরবোর্ডে তুলেন ৫০ রান। তবে শান্ত নিজের ইনিংস বড় করতে পারেননি। রবীন্দ্র জাদেজার বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হন তিনি।

শান্ত ফেরার পর আর মাত্র ৩ রান করতেই আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৯১ রানে অধিনায়ক শান্ত আউট হওয়ার পরের ওভারেই আউট হন সাদমান। নিজের ব্যক্তিগত অর্ধশতক পূরণ করার পরই আকাশ দীপের বলে জয়সোয়ালের মুঠোবন্দী হয়ে সাজঘরে ফিরেন তিনি। এরপরের ওভারেই লিটন দাসকে নিজের শিকারে পরিণত করেন জাদেজা, দলীয় রান তখন ৯৪।

লিটন ১ রান করে ফেরার পর ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী ছিলেন সাকিব আল হাসান। তবে সাকিবও দলের হাল ধরতে পারেননি। এক ওভার পরেই জাদেজার বলে ক্যাচ তুলে দিয়ে ২ বল খেলে ০ রানে আউট হন সাকিব।

এরপর মেহেদী মিরাজ আর তাইজুল ইসলামও ফিরেছেন দ্রুতই। এ দুজন ফেরার পর ক্রিজে মুশফিকের সঙ্গী হন খালেদ হোসেন। শেষদিকে মুশফিক কিছুটা লড়াই করেছেন, তাঁর ৬৩ বলে ৩৭ রানের ইনিংসের সুবাদেই ১৪৬ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ, তাতে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৯৫ রানের। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা, রবীচন্দ্রন অশ্বীন এবং রবীন্দ্র জাদেজা। একটি উইকেট পেয়েছেন আকাশ দীপ।