কালিগঞ্জে বিকাশের এজেন্ট গুলিবিদ্ধ

প্রকাশঃ ২০২৪-১০-০৬ - ১৫:০০

সাতক্ষীরা প্রতিনিধি: বিকাশের দোকান থেকে এক লাখ টাকা ছিনতাইকালে বাঁধা দেওয়ায় ছিনতাইকারির ছোড়া গুলিতে শাহ আলম নামের এক বিকাশ এজেন্ট গুলিবিদ্ধ হয়েছে। শনিবার রাত পৌনে ১১টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার মানিকতলা ইডা অফিসের সামনে এ ঘটনা ঘটে।
এসময় স্থানীয় জনতা একটি পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি ও একটি গুলির খোসাসহ ছিনতাইকারি এক যুবককে আটক করে পুলিশে সোপার্দ করেছে। গুলিবিদ্ধ বিকাশ এজেন্ট শাহ আলমকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ বিকাশ এজেন্ট শাহ আলম (৪০) সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাটিকুমড়া গ্রামের নজির আলী মোড়লের ছেলে। আটক ছিনতাইকারির নাম মো: রবিউল ইসলাম হৃদয় (২৭)। সে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পাইকাড়া পূর্ব নলতা এলাকার মো: নুর ইসলামের ছেলে।
পুলিশ জানায়, বিকাশ এজেন্ট শাহ আলম রাতে দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা হয়। এসময় রাত পৌনে ১১টার দিকে কালিগঞ্জ উপজেলার নলতার মানিকতলা ইডা অফিসের সামনে পৌঁছালে ছিনতাইকারি হৃদয় তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায় হৃদয় তার হাতে থাকা পিস্তল দিয়ে শাহ আলমকে গুলি করে। বিষয়টি জানতে পেরে স্থানীয় জনতা ঘটনাস্থলে এসে অস্ত্রসহ হৃদয়কে অটক করে। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করে জনতা। পরে রাতেই তাকে কালিগঞ্জে থানা পুলিশে সোপার্দ করা হয়। এদিকে গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ বিকাশ এজেন্ট শাহ আলমকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ছিনতাইকারিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।