সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক নেতা নাসিম ফারুক খান মিঠুকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে যৌথবাহিনীর সদস্যরা তার বাড়িতে তল্লাশি চালানোর পর তাকে আটক করে। পরে তাকে সাতক্ষীরা সদর থানা ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলার আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
নাসিম ফারুখ খান মিছু দক্ষিণ পলাশপোলের মৃত আব্দুস সোবহান খানের ছেলে ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক শামীম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫ আগষ্ট শেখ হাসিনা দেশত্যাগের পরবর্তী সন্ধায় সাতক্ষীরা সদর থানায় হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার মামলা নাসিম ফারুখ খান মিঠু কে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির আরেকটি মামলা রয়েছে।
এদিকে সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাছিম ফারুক খান মিঠুর নি:শর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরায় ব্যবসায়ীদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শহরের নিউ মার্কেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সাতক্ষীরা চেম্বার অব কমার্স, সুলতানপুর শহর মুদি ব্যবসায়ী সমিতি, শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন অংশ গ্রহন করেন।
সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি কামরুজ্জামান মুকুলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক সৈয়দ শাহিনুর আলী, সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, সুলতানপুর শহর মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ মো. সিরাজুল ইসলাম, শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রওশন আলী প্রমুখ।